চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কাজলা গ্রাম এলাকা থেকে রবিবার এক বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে আমনুরা রেলওয়ে পুলিশ। উদ্ধারকৃত মরদেহটি উপজেলার কসবা ইউনিয়নের সাতকান্দ্রি গ্রামের মৃত ইমানী মন্ডলের ছেলে রুহুল আমিনের (৬০)। এ সময় নাচোল থানা ও গোয়েন্দা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশের ধারণা, ওই বৃদ্ধ ট্রেন থেকে পড়ে গিয়ে হয়ত মারা গেছেন।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা ও আমনুরা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন জানান, নাচোল রহনপুর সড়কের কালইর রেলক্রসিংয়ের ১ কিলোমিটার দক্ষিণে কাজলা এলাকার রেললাইনের পাশে থেকে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাস্থলে থেকে আমনুরা ফাঁড়ির পুলিশ বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসতপাল মর্গে প্রেরণ করে।
এদিকে মরদেহর পরিচয় নিশ্চিত করেছেন নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদের। তিনি জানান, মরদেহটি উপজেলার কসবা ইউনিয়নের সাতকান্দ্রি গ্রামের মৃত ইমানী ম-লের ছেলে রুহুল আমিনের। রুহুল আমিন গত ৭-৮ বছর ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে তিনি কথাও বলতে পারতেন না, ইশারায় কথা বলতেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-১০-২০
নাচোলে রেললাইনের পাশে থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার