চাঁপাইনবাবগঞ্জে নারীর প্রতি সংহিসতার বিরুদ্ধে নারীদের মানববন্ধন

শিশু ও নারীর প্রতি সংহিসতা বন্ধ ও নারী নির্যাতনকারী এবং ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে সোমবার চাঁপাইনবাবগঞ্জে পৃথক পৃথক দুটি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের সরকারি কলেজ মোড়ে নারী জোটের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সহ সভাপতি আব্দুল হামিদ রুনু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, নারী জোটের সভাপতি সারমিন সুলতানা, জেলা যুব জোটের সভাপতি তরিকুল ইসলাম, জেলা ছাত্র লীগ( জাসদ) সভাপতি আব্দুল মজিদ। এদিকে শহরের মুজিব চত্বরের সমানে বন্ধুসভার উদ্যোগে প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন, জাগো নারী বহ্নি শিখার আহবায়ক ফারুকা বেগম, সনাক সভাপতি এ্যাড সাইফুল ইসলাম রেজা, আদিবাসী নেত্রী কল্পনা মূরমু, সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরী চন্দ সিতু, বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন, রফিক হাসান বাবলু, চাঁপাইনবাবগঞ্জ থিয়েটারের সাধারণ সম্পাদক শাহজাহান প্রামাণিক, সামাজিক সংগঠন সম্প্রীতির সভাপতি নাহিদুল হক, হৃথিবী রথের আহ্বায়ক আনিফ রুবেদ, চাঁপাইনবাবগঞ্জ জুডো ও কারাতে একাডেমির সদস্য বৃষ্টি খাতুন, বন্ধুসভার সাধারণ সম্পাদক মারিয়া হাসান, বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার সহকারী শিক্ষক শিরিনা খাতুন, বন্ধুসভার সভাপতি সাঈদ মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর।
বক্তার নারীর প্রতি সংহিসতা বন্ধসহ ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-১০-২০