চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের নতুন একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলামসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ববধানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমুহের ভবন নির্মাণ ও উর্দ্ধমুখি সম্প্রসারণ প্রকল্পের আওতায় চারতলা ভিত বিশিষ্ট এই একতলা একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। এরজন্য ব্যয় হচ্ছে ৮৫ লাখ টাকা।
এর আগে চাঁপাইনবাবগঞ্জ হরিপুর ১ নং উচ্চ বিদ্যালয়ের নতুন একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-১০-২০
হরিপুর ও রাজারামপুরে দু’ স্কুলের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন