আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে আমের ক্ষতিকারক পোকামাকড় ও রোগবালাই ব্যাবস্থাপনায় জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুক্তি ব্যবহার শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালায়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাস। এতে বক্তব্য রাখেন, গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হরিদাস চন্দ্র মোহন্ত, কীটতত্ত্ব বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীষ সরকার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্ত, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক নজরুল ইসলাম।
কর্মশালায় আমের বালাইনাশক বিষয়ে চাষীদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে উপ সহকারি কৃষি কর্মকর্তা, চাষী মিলিয়ে ৭৫ জন অংশ নেন। এরআগে আম চাষীদের মাঝে বারী-১১ ও বারী- ১২ জামের আমের চারা বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৮-২০
আমের ক্ষতিকারক পোকামাকড় দমণ শীর্ষক কর্মশালা