শিবগঞ্জে ইয়াবাসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাজনগর হাঙ্গামী মোড়স্থ একটি মার্কেটের সামনে থেকে সোমবার ১ হাজার ৯শ’ ৩০ পিস ইয়াবাসহ একজনকে আটক করে র‌্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে শিবগঞ্জ উপজেলার সরাপাড়ার বাইরুল ইসলামের ছেলে তোতা মিয়া (২২)। র‌্যাব এক প্রেসনোটে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাজনগর হাঙ্গামী মোড়স্থ গিয়াস উদ্দিন মার্কেটের সামনে অভিযান চালায়। অভিযানে ১ হাজার ৯শ’ ৩০ ০পিস ইয়াবাসহ তোতা মিয়াকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৮-২০