চাঁপাইনবাবগঞ্জে জন্মাস্টমী উপলক্ষে আলোচনা অনুষ্ঠান
চাঁপাইনবাবগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গলবার চরজোতপ্রতাপ দূর্গামাতা ঠাকুরানী মন্দিরে ধর্মীয় আচার অনুষ্ঠানসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজনে ও মন্দিরভিক্তিক শিশু ও সহশিক্ষা কার্যক্রমের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক মিলন কুমার দাসের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা শ্যামকিশোর দাস গোস্বামী, সার্বজনীন পূজা কমিটির সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ।
করোনা পরিস্থিতির কারণে এ বছর জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা না হলেও স্বাস্থ্য বিধি অনুসরণ করে মন্দিরে মন্দিরে পূজাঅর্চনা, গীতাযজ্ঞ, প্রসাদ বিতরণসহ ধর্মসভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৮-২০