করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বালিয়াডাঙ্গার কাইমুল হক

চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে রবিবার আরো একজন যুক্ত হয়েছেন। মৃত ব্যক্তির নাম কাইমুল হক (৬৭)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের নসিপুর গ্রামের মৃত সোলায়মানের ছেলে। বিকেলে করোনা আক্রান্ত হওয়ার পর বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাইমুল।
করোনায় মৃত ব্যক্তিদের দাফন কাজে নেতৃত্ব দানকারী ও চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কালাম জানান, গত ৭-৮দিন আগে কাইমুল হকের ব্রেইনস্ট্রোক করলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসতপালে ভর্তি করা হয়। সেখানে তার করোনা পরীক্ষাও করা হয় এবং ফলাফল পজিটিভ আসে। পরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। রবিবার বিকেল সাড়ে ৫ টায় নসিপুরের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। রাতেই করোনার নিয়ম কানুন মেনে ইসলামিক ফাউন্ডেশনের একটি দল মরহুমের দাফন সম্পন্ন করেন।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ওই ব্যক্তির দাফনকাফনের জন্য ইসলামিক ফাউন্ডেশনকে প্রয়োজনীয় পিপিই সরবরাহ দেয়া হয়েছে।
উল্লেখ্য, এনিয়ে চাঁপাইনবাবগঞ্জে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১০ জনে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৮-২০

,