এবার চাঁপাইনবাবগঞ্জে একদিনে রেকর্ড পরিমাণ ৪৩ শনাক্ত

দেশে করোনা প্রদুর্ভাব দেখা দেয়ার পর অন্যান্য জেলার তুলনায় ভাল অবস্থানে থাকা চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতি দিনে দিনে খুবই খারাপ হচ্ছে। গেল ১০ দিনে নতুন নতুন শনাক্তের মাঝে শুক্রবার রেকর্ড পরিমাণ ৪৩ জনের দেহে ধরা পড়েছে করোনা ভাইরাস। চাঁপাইনবাবগঞ্জে একদিনে এইটি সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, শুক্রবার সন্ধ্যায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার (এনআইএলএমআরসি) থেকে মোট ১৭৩ জনের নমুনার প্রতিবেদন এসেছে। এই ১৭৩ জনের মধ্যে ৪৩ জনের দেহে ধরা পড়েছে করোনা ভাইরাস।
সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, নতুন শনাক্ত ৪৩ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলারই রয়েছেন ২৮ জন। অন্যান্য উপজেলার মধ্যে রয়েছে, শিবগঞ্জে ৭ জন, গোমস্তাপুরে ২ জন ও ভোলাহাটে ৬ জন।
ওই সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জে এ পর্যন্ত করোনা শনাক্ত হলেন ২৮৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৯৭ জন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৭-২০

,