চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জের আরো ১৪ জনের দেহে করোনা শনাক্ত

গেল প্রায় ১০ দিন ধরে টানা করোনা শনাক্তের মাঝে মাত্র ১ দিন বাদ দিয়ে চাঁপাইনবাবগঞ্জে আবারও করোনা শনাক্তের প্রতিবেদন এসেছে। বৃহস্পতিবার রাতে আরো ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত  হওয়ার তথ্য এসেছে। এর আগে মঙ্গলবার দু’ জনের দেহে করোনা শনাক্তের তথ্য এসেছিল। বুধবার কোন করোনা শনাক্তের প্রতিবেদন আসেনি। রাতে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জস অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাব থেকে বৃহস্পতিবার মোট ৫৪ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। তাদের মধ্যে ১৪ জন করোনা পজিটিভ। এনিয়ে চাঁপাইনবাবগঞ্জে মোট আক্রান্তের পরিমাণ দাঁড়াল ২৪১ জনে। নতুন শনাক্ত ১৪ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের ইসলামপুর, আজাইপুর ও চরঅনুপনগর এলাকার বিভিন্ন বয়সের ১ মহিলাসহ ৪ জন এবং শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ পৌর এলাকা, মনাকষা, ধাইনগর, ছত্রাজিতপুর ফুলতলা এলাকার ১০ জন রয়েছেন। এই ১০ জনের মধ্যে ২ জন মহিলা রয়েছে। তাদের মধ্যে অধিকাংশই শিবগঞ্জ পৌর এলাকার বাসিন্দা।
তিনি করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৭-২০

,