চাঁপাইনবাবগঞ্জ আরো ১৯ জনের দেহে করোনা শনাক্ত > মোট আক্রান্ত ৪ শ ৩৯

চাঁপাইনবাবগঞ্জে বুধবার (২৯ জুলাই) নতুন করে আরো ১৯ জনের দেহে করোনা শনাক্তের প্রতিবেদন এসেছে। এনিয়ে চাঁপাইনবাবগঞ্জে এপর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ শ ৩৯ জনে।
চাঁপাইনবাবগঞ্জে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, বুধবার রাতে ঢাকার শেরেবাংলা নগরস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার থেকে মোট ২০৯ টি নমুনার প্রতিবেদন এসেছে। ২০৯ জনের নমুনার মধ্যে ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। আক্রান্তদের উপজেলাভিত্তিক চিহ্নিত করার কাজ চলছে। তবে, চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার আক্রান্ত বেশি।
এর আগে গত মঙ্গলবার রাতে ৪ জন শনাক্তের প্রতিবেদন আসে সিভিল সার্জন অফিসে। মঙ্গলবার মোট ১৯ টি নমুনার বিপরীতে ৪ জন শনাক্ত হয়। শনাক্ত ৪ জনের মধ্যে ৩ জন নাচোলের এবং একজন গোমস্তাপুর উপজেলার।

উল্লেখ্য, এ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে প্রাণঘাতি করোনা ভাইরাস ৪ শ ৩৯ জনের দেহে শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন ৫ জন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৭-২০

,