চাঁপাইনবাবগঞ্জে করোনা কেড়ে নিল আরো একজনের প্রাণ

বিশ্বমহামারি হিসেবে দেখা দেয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জে আরো একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লাখেরাজপাড়ার ইসলমাইল হোসেন। ৭৩ বছর বয়স্ক ইসমাইল বুধবার রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে মারা যান। তিনি লাখেরাজপাড়ার মৃত ইয়াসিন মোল্লার ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকমকে জানান, ব্যবসায়ীক ইসমাইল হোসেনের গত ২০ জুলাই তারিখে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। ২৭ জুলাই তার দেহে করোনা শনাক্ত হওয়ার প্রতিবেদন আসে। এরপর থেকে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
বুধবার রাত ৮টার দিকে তিনি হাসপাতালেই মারা যান উল্লেক করে সিভিল সার্জন জানান, স্বাস্থ্য বিধি অনুসরণ করে তাঁর দাফনের ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যের সংখ্যা ছিল ৫ জন। ইসমাইল হোসেনে মৃত্যু নিয়ে সে সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ জনে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৭-২০

,