করোনার থাবা > ১২ দিনের জন্য বন্ধ হচ্ছে শিবগঞ্জ ইসলামী ব্যাংক
ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে করোনা উপসর্গ দেখা দেয়ায় ১২ দিনের জন্য বন্ধ করা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ইসলামী ব্যাংক শাখার ব্যাংকিং কার্যক্রম। বুধবার এই ‘লকডাউন’ ঘোষণা করে ব্যাংক কর্তৃপক্ষ।
ইসলামী ব্যাংক শাখার ম্যানেজার আবদুল মতিন শেখ স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে, করোনা ভাইরাস প্রতিনিয়ত বেড়েই চলছে। বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি মেনেই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। কিন্তু বর্তমানে শিবগঞ্জ শাখার কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে করোনা ভাইরাসের উপর্সগ দেখা দেয়ায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রধান কার্যালয়ের নির্দেশক্রমে শিবগঞ্জ শাখা আগামী ৩১ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ (লকডাউন) ঘোষণা করেছে।
উল্লেখ্য, এ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে প্রাণঘাতি করোনা ভাইরাস ৪ শ ৩৯ জনের দেহে শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন ৫ জন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৭-২০
ইসলামী ব্যাংক শাখার ম্যানেজার আবদুল মতিন শেখ স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে, করোনা ভাইরাস প্রতিনিয়ত বেড়েই চলছে। বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি মেনেই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। কিন্তু বর্তমানে শিবগঞ্জ শাখার কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে করোনা ভাইরাসের উপর্সগ দেখা দেয়ায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রধান কার্যালয়ের নির্দেশক্রমে শিবগঞ্জ শাখা আগামী ৩১ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ (লকডাউন) ঘোষণা করেছে।
উল্লেখ্য, এ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে প্রাণঘাতি করোনা ভাইরাস ৪ শ ৩৯ জনের দেহে শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন ৫ জন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৭-২০

