চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেল একজন

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সোমবার রাতে করোনা উপসর্গ নিয়ে এনামুল হক নামের ৮০ বছর বয়স্ক এক ব্যক্তি মারা গেছেন। মারা যাওয়া এনামুল হকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালুপুর দক্ষিণপাড়া।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, এনামুল তিন ধরে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাত ৮টার দিকে সে মারা যায়। তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল।
তিনি জানান, সোমবার সকালে তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৭-২০

,