চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিণত হলো করোনার ‘হটস্পট’ ॥ আরো ২৬ জন শনাক্ত

করোনার থাবা ক্রমেই বিস্তার লাভ করছে চাঁপাইনবাবগঞ্জে। মাত্র এক সপ্তাহেই চাঁপাইনবাবগঞ্জের ১২৪ জনের দেহে ধরা পড়ল করোনা ভাইরাস। হটাৎকরে করোনার ব্যাপক বিস্তারে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা হটস্পটে পরিণত হয়েছে। সাম্প্রতিক সংক্রমণের মাত্রা নিয়ে শংকা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
৭ দিনের ধারাবাহিক শনাক্তের তালিকায় সোমবার আরো ২৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিনে চাঁপাইনবাবগঞ্জে মোট শনাক্তের পরিমাণ দাঁড়ালো ২২৫ জনে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে সোমাবার রাতে করোনা শনাক্তের প্রতিবেদন এসেছে। গেল ৯ জুলাই পাঠানো নমুনার মধ্যে ৫৬ জনের প্রতিবেদন এসেছে। এরমধ্যে ২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তিনি জানান, এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলারই রয়েছেন ১৩ জন। এর বাইরে নাচোলে ৬ জন, ভোলাহাটে ৪ জন, গোমস্তাপুরের রহনপুরে ২ এবং শিবগঞ্জে ১ জন রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় শনাক্তরা হচ্ছেন শহরের বালুবাগান, মসজিদপাড়া, টাউন হাই স্কুল এলাকা, হাসপাতাল সংলগ্ন পিয়ারাবাগান, পুরাতন বাজারের দাউদপুর রোড এলাকা, পাঠানপাড়া, ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন লাখেরাজপাড়া, আলীনগর, বালিয়াডাঙ্গা, চরঅনুপনগর এলাকার।             
সিভিল সার্জন বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের অন্যান্য উপজেলা মোটামুটি ভাল থাকলেও সদরের অবস্থা খারাপ। ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা করোনার হটস্পটে পরিণত হয়েছে’।
করোনা সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধির মুখে তিনি সর্বস্তরের মানুষকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেন।
 
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৭-২০

,