সদর ও শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে প্রাণ দু’ জনের
চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পবিার বিকেলে শুরু হওয়া ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে দু’ জন নিহত হয়েছে। নিহত দু’ জনের মধ্যে একজন কৃষক ও অপরজন নারী রয়েছেন।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগর ইউনিয়নের বাইড়ালপাড়ার গোলাম মোস্তফার ছেলে শহীদুল ইসলাম (২৫) ও শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের কদমতলি গ্রামের হেরাশ উদ্দিনে স্ত্রী পিয়ারা বেগম (৩৩)।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মৌদুদ আলম খাঁ জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে মাঠে কাজ করছিল শহীদুল। এ-সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই সে মারা যায়।
অপর দিকে জেলার শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, নিজ আঙ্গিনায় কাজ করার সময় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বজ্রপাত ঘটলে পিয়ারা বেগম আহত হয়। তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে ওই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৬-২০
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগর ইউনিয়নের বাইড়ালপাড়ার গোলাম মোস্তফার ছেলে শহীদুল ইসলাম (২৫) ও শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের কদমতলি গ্রামের হেরাশ উদ্দিনে স্ত্রী পিয়ারা বেগম (৩৩)।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মৌদুদ আলম খাঁ জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে মাঠে কাজ করছিল শহীদুল। এ-সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই সে মারা যায়।
অপর দিকে জেলার শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, নিজ আঙ্গিনায় কাজ করার সময় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বজ্রপাত ঘটলে পিয়ারা বেগম আহত হয়। তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে ওই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৬-২০