ডা.আব্দুর রকিব খানের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
বাগেরহাট ম্যাটস্ এর অধ্যক্ষ ও বাংলাদেশ মেডিকল অ্যাসোসিয়েশন (বিএমএ) আজীবন সদস্য ডা. আব্দুর রকিব খানের হত্যাকারীদের বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দুপুরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ব্যানারে ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. দুররুল হোদা, সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী, সদর হাসপাতালের আর এম ও ডা. নাদিম সরকার, ডা. ইসমাইল হোসেনসহ জেলার কর্মরত বিভিন্ন ডাক্তারা।
মানববন্ধনে ডা. আব্দুর রকিব খানের হত্যাকারীদের বিচারের দাবি জানান। সেই সাথে রুহের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৬-২০