প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৯৪ জন ক্ষুদ্র নৃগোষ্ঠির শিক্ষার্থী পাচ্ছেন ২৫ হাজার করে টাকা

চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠির উচ্চ শিক্ষায় লেখাপড়া করার ৯৪ জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ৬ জনের মাঝে বৃত্তির টাকা প্রদান করা হয়েছে। বাকীদের শিগ্রই প্রদান করা হবে।
সোমবার ২২ জুন,  সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান জেলা প্রশাসক এজেডএম নূরুল হক।
প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জীবনমান উন্নয়নের গৃহীত "বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা" শীর্ষক কর্মসূচীর আওতায় এই শিক্ষা বৃত্তি প্রদান করা হচ্ছে।
কর্মসুচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৯৪ জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে দেয়া হচ্ছে। টাকা অংকের যার পরিমাণ ২৩ লাখ টাকা। আনুষ্ঠানিকতার দিকে সদর উপজেলার ১ জন ও নাচোল উপজেলার ৫ জন মোট ৬ জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে দেয়া হয়। পর্যায়ক্রমে বাকি টাকাও দেয়া হবে।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তাজকির-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁওসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৬-২০