মুক্তিযোদ্ধা বজলার রহমানকে রাষ্ট্রীয় মার্যাদায় দাফন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কাজিপাড়ার মুক্তিযোদ্ধা বজলার রহমানকে (৮৫) রবিবার সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় মার্যাদা শেষে বারঘরিয়া কাজীপাড়া গোরস্থানে দাফন করা হয়েছে। বীর এই সন্তানকে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয় এবং সামাজিক দূরত্ব বজায় রেখে গার্ড অফ অনার দেয়া হয়। এসময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার, সদর মডেল থানার পুলিশ পরিদর্শক ইমরান মাহবুবসহ মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। পুলিশের একটি চৌকস দল বাংলার বীর সন্তানকে সামাজিক দূরত্ব বজায় রেখে গার্ড অফ অনারের মাধ্যমে সালাম জানান। এই  মুক্তিযোদ্ধার জানাযায় বারঘরিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুল খায়েরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বাস্থ্যবিধি মেনে অংশ নেন।
তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভূগছিলেন। এর আগে শনিবার দুপুরে গুরুত্বর অসুস্থ হলে মুক্তিযোদ্ধা বজলার রহমানকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৬-২০

,