নাচোল ও গোমস্তাপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ জন আটক
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পৃথক পৃথক অভিযানে দেড় হাজার পিস ইয়াবাসহ ২জনকে আটক করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি ডিবি) বাবুল উদ্দিন সরদার জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে জেলার গোমস্তাপুর পৌরসভার বহিপাড়া গ্রাম এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে ৭শ পিস ইয়াবাসহ ১জনকে আটক করে। আটককৃত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের মৃত জাহদুলের ছেলে আজম (৩০)
অপর অভিযানটি চালানো হয় জেলার নাচোল উপজেলার ফুলকুড়ি পাকা রাস্তার উপর। সন্ধ্যা ৬ টার দিকে চালানো এই অভিযানে ৮শ পিস ইয়াবাসহ শ্রী প্রত্যয় (২০) নামের আরেকজনকে আটক করা হয়। আটক হওয়া প্রত্যয় রাজশাহীর পবা থানার নওহাটা গ্রামের শ্রী প্রভাত সাহার ছেলে।
উভয় ঘটনায় গোমস্তাপুর ও নাচোল থানায় পৃথক পৃথক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি পুলিশের ওসি বাবুল উদ্দিন সরদার জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৬-২০