৫৫ স্কাউস সদস্যকে করোনাকালে অর্থ সহায়তা প্রদান

চাঁপাইনবাবগঞ্জে করোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত নি¤œ আয়ের পরিবারের ৫৫ জন স্কাউট সদস্যদের মাঝে ৫০০ টাকা করে মোট সাড়ে ২৭ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়েছে জাগরণী চক্র ফাউন্ডেশনের এই সহায়তা কাব ও স্কাউট সদস্যদের হাতে তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামান। এসময় উপস্থিত ছিলেন, জাগরনী চক্র ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ সদর শাখার ব্যবস্থাপক আব্দুল কাইয়ুম, জেলা স্কাউটস্ এর সহ-সভাপতি মোসফিকুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম রশিদ, সদর উপজেলা স্কাউটস্ এর সম্পাদক বজলার রহমান রুবল। সংস্থাটির সদর শাখার ব্যবস্থাপক আব্দুল কাইয়ুম জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ৭০০জন কে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এর মধ্যে শিবগঞ্জে ৩৯৫, ৫০, স্কাউট সদস্য ৫৫ ও গোমস্তাপুরে দরিদ্র ৫৫, স্কাউট সদস্য ৫০ ও নাচোলে ১০০জন আর্থিক সহায়তা দেয়া হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৬-২০