আমনুরায় ফেনসিডিলসহ ৪ জন আটক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা রেলবাজার এলাকা থেকে বৃহস্পতিবার ফেনসিডিলসহ ৪ জনকে আটক করেছেন র্যাব-৫। আটককৃতরা হলো-রাজশাহীর দুর্গাপুর উপজেলার কোয়াড গ্রামের আলালের ছেলে হাসান আলী (২২), রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর গ্রামের মৃত হান্নান শেখের ছেলে বাদশা শেখ (৩৩), একই গ্রামের আজের উল্লাহ’র ছেলে তোতা আলী (৩২) ও চৌমহনী টাঙ্গন গ্রামের আতাউর রহমানের ছেলে হাসিব আলী (২২)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল দুপুর ১টার দিকে আমনুরা রেলবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩০০ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে আটক করা হয়। এ-সময়তার তাদের কাছ থেকে ১টি নসিমন ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৬-২০
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল দুপুর ১টার দিকে আমনুরা রেলবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩০০ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে আটক করা হয়। এ-সময়তার তাদের কাছ থেকে ১টি নসিমন ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৬-২০