Business
করোনা আক্রান্ত হয়েছেন নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি

করোনা ভাইরাস ধরা পড়েছে জাতীয় সংসদ সংসদের সংরক্ষিত আসনে সদস্য ফেরদৌসী ইসলাম জেসি’র দেহে। বৃহস্পতিবার রাতে হাতে পাওয়া প্রতিবেদনে করোনা পরীক্ষায় ‘পজেটিভ’ ফলাফল আসে। সংসদ সদস্যের পারিবারিক সূত্র এতথ্য নিশ্চিত করেছে।
সংসদ সদস্য’র ভাই মেসবাহুল জাকের জঙ্গি চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকমকে বলেন, ‘ বুধবার জাতীয় সংসদ ভবনের মেডিক্যাল সেন্টারে অনেক সংসদ সদস্য করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। ওই তালিকায় সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসিও ছিলেন। করোনা পরীক্ষা জন্য দেয়া নমুনার প্রতিবেদনে সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি’র করোনা সনাক্তের তথ্য আসে।
তিনি জানান, করোনা সনাক্তের পর থেকে সংসদ সদস্য সংসদ এলাকায় বরাদ্দ তাঁর ভবনে অবস্থান করছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি আইসোলেশনে থাকবে।
সংসদ সদস্য বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানান তার ভাই।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য ডা. মেসবাহুল হক বাচ্চু কন্যা এই সংসদ সদস্যের জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৬-২০

Games

Powered by Blogger.

Tags

Categories

Advertisement

Main Ad

International

Auto News

Subscribe Us

Breaking News

Video Of Day

Video Example
Chapainawabganjnews

Popular Posts