চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাস ধরা পড়েছে আরো ৫ জনের দেহে
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ৫ জনের দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে। এ ৫ জনের মধ্যে ২ জন শিবগঞ্জের এবং ১ জন গোমস্তাপুরের ও ২ জন নাচোল উপজেলার বাসিন্দা রয়েছেন। এনিয়ে চাঁপাইনবাবগঞ্জে করোনা সনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯৪ জনে।
চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় ও রাজশাহীতে পাঠানো নমুনার মধ্যে বুধবার ( ২৪ জুন) আরো ১৩৮ জনের করোনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। তাদের ৫ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগের ল্যাব থেকে ৪ জনের রিপোর্ট পাওয়া যায়। তাদের মধ্যে ২ জনই আক্রান্ত। নাচোলের ২ জনের মধ্যে ১ জন স্বাস্থ্য কর্মী ও একজন সাধারণ মানুষ। পরে রাত সাড়ে ৮টার দিকে ১৩৪ জনের রিপোর্ট পাওয়া যায়। তাদের মধ্যে ৩ জনের শরীরে শনাক্ত হয়। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৪ জন। তবে ইতোমধ্যে ৫৪ জন করোনাকে জয় করেছেন বলে তিনি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ২৪-০৬-২০
চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় ও রাজশাহীতে পাঠানো নমুনার মধ্যে বুধবার ( ২৪ জুন) আরো ১৩৮ জনের করোনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। তাদের ৫ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগের ল্যাব থেকে ৪ জনের রিপোর্ট পাওয়া যায়। তাদের মধ্যে ২ জনই আক্রান্ত। নাচোলের ২ জনের মধ্যে ১ জন স্বাস্থ্য কর্মী ও একজন সাধারণ মানুষ। পরে রাত সাড়ে ৮টার দিকে ১৩৪ জনের রিপোর্ট পাওয়া যায়। তাদের মধ্যে ৩ জনের শরীরে শনাক্ত হয়। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৪ জন। তবে ইতোমধ্যে ৫৪ জন করোনাকে জয় করেছেন বলে তিনি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ২৪-০৬-২০