মহানন্দায় ডুবে নববিবাহিত যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর বামুনগাঁ এলাকায় মহানন্দা নদীতে ডুবে নীরব (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার  দুপুরে শ্বশুড়বাড়ি থেকে নদীতে গোসল করতে নেমে ডুবে গেলে তার মৃত্যু হয়। মৃত নীরব চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালিগ্রাম মহল্লার নূরুল ইসলামের ছেলে। সে পেশায় রাজ মিস্ত্রি।


চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মেহেরুল ইসলাম জানান, মাত্র সাতদিন পূর্বে ঈদ-উল-ফিতরের পরদিন গত ২৬ মে চৈতন্যপুর গ্রামে নীরবের বিয়ে হয়।

বিয়ের পর এ অঞ্চলের প্রথা অনুযায়ী বিয়ের ৮ দিন পর বর শ্বশুর বাড়ি যায়। নীরবও সে অনুযায়ী শ্বশুর বাড়ি গিয়ে দুপুর দেরড়াটার দিকে মহানন্দায় গোসলে নেমে ডুবে যায়।

তাকে খুঁজে না পেয়ে ৩৩৩ তে ফোন করলে আমাদেরকে রাজশাহী থেকে উদ্ধারের জন্য বলা হয়। বিকেল সাড়ে ৩ টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি।

পরে রাজশাহীর ডুবরি দল আমাদের সঙ্গে যোগ দেয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালানোর পর সন্ধ্যা ৬ টার দিকে নীরবের মৃত দেহ উদ্ধার করা হয়।


এ ঘটনায় নীরবের নিজ বাড়ি ও শ্বশুড়বাড়ি এলাকায় শোকের ছায়া নেমে আসে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৬-২০

,