বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাৎ বাষির্কী পালিত
বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চাঁপাইনবাবঞ্জ সদর থানা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয়ের পাশে সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর থানা বিএনপি’র সভাপতি তসিকুল ইসলাম তসি, ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. ময়েজ উদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, খাইরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাসেম আলি, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, বিএনপি নেতা সাইদ খান সনু, আনোয়ার হোসেন, সামিরুল ইসলাম পলাশ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান, ছাত্র নেতা মিম ফজলে আজিম, আওয়াল আলী ।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৫-২০