করোনার মাঝেই রমজানে খুলছে মার্কেট ॥ ১০ মে’র আগেই খুলতে চান ব্যবসায়ীরা

দেশে করোনার ভয়াবহ থাবার মাঝেই রমজানকে সামনে রেখে খুলছে চাঁপাইনবাবগঞ্জের প্রধান প্রধান মার্কেটগুলো। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃদ্বের সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকান-পাট খোলা রাখার সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক একেএম. তাজকির-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ শিল্প ও বণিক সমিতির পরিচালক শহিদুল ইসলাম।
ব্যবসায়ী নেতৃবৃন্দ্বের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁপইনবাবগঞ্জ ডিসি মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সবুর, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসু রহমান ও সাধারণ সম্পাদক আশরাফুল হোসেন, শহীদ সাটু হল মার্টের সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ক্লাব সুপার মার্কেটের সভাপতি জাকারিয়া হোসেন প্রমুখ।

সভা সূত্র জানিয়েছে, সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের ব্যবসায়ীক ক্ষতির কথা তুলে ধরে শর্তমেনেই আগামী ১০ মে’র আগেই মার্কেটগুলো খুলে দেয়ার আহবান জানান। ওই সূত্র জানায়, সরকারি স্বাস্থ্য বিধি অনুসরণ করে সবাইকে ব্যবসা বাণিজ্য পরিচালনার অনুরোধ জানানো হয়।
সভায় বেশ কিছু শর্তসাপেক্ষে মার্কেটগুলো খোলার বিষয়ে একমত হন উপস্থিত সদস্যবৃন্দ। শর্তগুলোর মধ্যে রয়েছে, কেনাবেচাকালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। নিজ উদ্যোগে সকল মার্কেটের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে বা দোকানে আগত ক্রেতাদেরকে হাত ধুয়ে প্রবেশ করতে হবে। দোকান মালিক ও সেলস ম্যানদের স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। পণ্যসামগ্রী ঢাকা বা অন্য কোনো স্থান থেকে চাঁপাইনবাবগঞ্জে আসার সময় প্রবেশ মুখে জীবাণূ মুক্ত করে নিতে হবে। মার্কেটগুলোর চারপাশে সচেতনতামূলক মাইকিং করতে হবে। কোনোভাবেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি ভঙ্গ করা যাবে না। যারা ভঙ্গ করবে তাদের দোকান বন্ধ করে দেয়া হবে।
সূত্র জানায়, সভায় স্বাস্থ্য বিধি তথা সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে জেলা প্রশাক এজেডএম নূরুল হক বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জকে করোনামুক্ত রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে’।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৫-২০