বালিয়াডাঙ্গা গুচ্ছগ্রামের ২০ পরিবারের মাঝে প্রদান করা হলো প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

করোনা দূর্যোগকালে মানুষদের সহায়তা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহয়াতা হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের কোচলাপাড়া গুচ্ছগ্রামের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে কোচলাপাড়া গুচ্ছগ্রামে গিয়ে খাদ্যসামগ্রীগুলো বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
গুচ্ছগ্রামের ২০টি পরিবারের মাঝে বিতরণ করা খাদ্যসামগ্রীগুলোর মধ্যে রয়েছে, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১টি মিষ্টি কুমড়া, আধা কেজি মুড়ি।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৫-২০