গ্রামীণ ট্রাভেলসের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ঈদ সামগ্রী বিতরণ শুরু

চাঁপাইনবাবগঞ্জের গ্রামীণ ট্রাভেলসের চেয়ারম্যান তরুণ আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমানের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শুরু হয়েছে।
বৃস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুরস্থ মোখলেসুর রহমানের পেট্রোল পাম্পে ঈদ সাগ্রমী বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন গ্রামীণ ট্রাভেলসের চেয়ারম্যান মোখলেসুর রহমান। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরীফুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, জেলা যুবলীগ ও জেলা ছাত্রলীগের  সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, মেসার্স জোসনারা অটো রাইস মিলের চেয়ারম্যান মাসুদ করিম, গ্রামীণ ট্রাভেলস্ এর ম্যানেজিং ডাইরেক্টর রাকিব উদ্দিন, জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান ছানা, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল জলিল।
অনুষ্ঠানে ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে ৬ শতাধিক মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এদিকে ওই দিন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কল্যানপুর ডিপের মাঠে ১ নম্বর ওয়ার্ডে ও মোহর আলী উচ্চ বিদ্যালয় মাঠে ৩ নম্বর ওয়ার্ডে মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণের উদ্বোধনী বক্তব্যে মোখলেসুর রহমান বলেন, ‘করোনা পরিস্থিতিতে মানুষ অসহায় হয়ে পড়েছেন। এমন অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানুষের জন্য নিরলসভাবে কাজ করছেন। ব্যাপক খাদ্য সামগ্রী বিতরণ করছেন। এর বাইরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর যে নির্দেশ দিয়েছেন, তারই আলোকে আমি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মানুষদের পাশে আমার নিজস্ব সার্মথ অনুযায়ী দাড়িয়েছি’।
তিনি বলেন, এরআগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রায় ২৩ হাজার পরিবারকে চাল, ডাল, আলুসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেছি। বর্তমানে ঈদ উপলক্ষে পৌরসভার প্রায় ৮ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে পোলাও চাল, লাচ্ছা সেমাই, চিনি, তেল ও দুধ বিতরণ করছি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৫-২০