চাঁপাইনবাবগঞ্জে ‘আম্পানে’ আম শেষ

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে ঘুর্ণিঝড় আম্পানের আঘাতে আমের বিপুল ক্ষতি হয়েছে। চাষীরা বলছেন- মধ্যরাতের ঝড়ের কারণে কোনো কোনো বাগানে অর্ধেক আম ঝড়ে গেছে। কৃষি বিভাগ জানিয়েছে, টাকার অঙ্কে প্রায় আড়াই কোটি টাকার আমের ক্ষতি হয়েছে।
আম চাষীরা জানান, বুধবার রাত সাড়ে ১০ টার পর থেকে ঝড় শুরু হয় চাঁপইনবাবগঞ্জে। এই ঝড় কখনো হালকা ও ভারি আকার ধারণ করে চলে সকাল পর্যন্ত। এতে জেলার বাগানগুলোতে ঝরে পড়েছে বিপুল পরিমান আম। এছাড়া কোথাও কোথাও ভেঙ্গে গেছে আমের ডাল আবার কোথাও ঝড়ের তীব্রতায় গোটা গাছই উপড়ে পড়েছে। চাষীরা বলছেন কোনো কোনো বাগানে এক তৃতীয়াংশ পর্যন্ত আম ঝরে পড়েছে। আবার কোনো কোনো বাগানে তার চেয়ে কম।
বেলেপুকুর এলাকার আম চাষী আকবর আলী জানান, টানা ঝড়ে প্রচুর আম ঝরে গেছে। মানুষ বস্তার বস্তা আম কুড়িয়ে নিয়ে গেছে। এবার এমনিতেই আমের ফলন কম তারপর এই বিপুল পরিমান আম ঝরে যাওয়ার কারণে লোকসান গুনতে হবে তাদের। 
তবে কৃষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম জানান, ঘুর্ণিঝড় আম্পারে চাঁপাইনবাবগঞ্জে ৫ থেকে ৬ শতাংশ আম ঝড়ে পড়েছে। টাকার অঙ্কে ক্ষতির পরিমান আড়াই কোটি টাকা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৫-২০