৪০ বছর ধরে নিস্বার্থে কবর খুঁড়ে দেয়া নূর মোহাম্মদ পেলেন পুলিশের সহায়তা

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের আজাইপুর, আরামবাগ, পোল্লাডাঙ্গা গোরস্থানে দীর্ঘ ৪০ বছর ধরে বিনাপারিশ্রমিকে কবর খুঁড়ে দেয়া অসুস্থ্য নূর মোহাম্মদকে করোনাকালে খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে পুলিশ।
দুপুরে পৌর এলাকার আজাইপুর পাবলিক ক্লাব চত্বরে নূর মোহাম্মদের কাছে ১ মাসের বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান। খাদ্য সামগ্রীগুলোর মধ্যে রয়েছে, ৪০ কেজি চাল, ডাল, আটা, তেলসহ বিভিন্ন ফলমুল। এসময় উপস্থিত ছিলেন, সদর থানার ওসি (অপারেশন) মিন্টু রহমান, চাঁপাইনবাবগঞ্জ পেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, সাংবাদিক রফিকুল আলম, মেহেদী হাসান, আসাদুল্লাহ আসাদ, আশরাফুল ইসলাম। একই সময় নূর মোহাম্মদের চিকিৎসার জন্য নগদ অর্থও প্রদান করা হয়।
পুলিশ জানায়, সদর থানার ওসি জিয়াউর রমানের স্ত্রী সালমা আক্তার মনির অর্থায়নের খাদ্য সামগীগুলো প্রদান করা হয়।
উল্লেখ্য, নূর মোহাম্মদ যুবক অবস্থা থেকে বার্ধক্যের আগ পর্যন্ত প্রায় ৪ হাজার মৃত মানুষের জন্য কবর খুঁড়েছেন কোন রকম পারিশ্রমিক ছাড়াই।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৫-২০