গোমস্তাপুরে মাইক্রোবাস উল্টে একজন নিহত দু’ জন আহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া চৌডালা সড়কের বসনীটোলায় রবিবার মাইক্রোবাস উল্টে একজন নিহত ও অপর দু’ জন আহত হয়েছে। নিহত ব্যক্তি মাইক্রোবাস চালক মোহাম্মদ আলী (৩৫)। সে বসনীটোলা গ্রামের পাতু শেখের ছেলে।
গোমস্তাপুর থানার উপপরিদর্শক কামরুজ্জামান জানান, সকালে মোহাম্মদ আলী তার মা ও ভাবীকে মাইক্রোবাসযোগে অসুস্থ্য সন্তানকে দেখতে গোমস্তাপুরের চৌডালার উদয়নগরে যাচ্ছিলেন। এসময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে খবর পেয়ে রহনপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থল থেকে মোহাম্মদ আলীর মরদেহ উদ্ধার করে। এসময় আহত অপর দু’জনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৫-২০

,