বৈশাখে আষাঢ়ে বৃষ্টি! ছিল শহরে জলবদ্ধতা

১ মে সন্ধ্যা থেকে রাত। এরপর ২ মে দুপুর। বাংলা বর্ষপঞ্জি হিসেবে এই বৈশাখ মাসে ঠিক যেন আষাঢ় মাসের বৃষ্টি। দু’দিনে চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক বৃষ্টি হয়েছে। হটাৎকরে কালো মেঘ সৃষ্টির পরপরই অঝোর ধারায় বৃষ্টি হয়েছে।
শনিবার দুপুরে হটাৎকরে শহরজুড়ে আকাশে কালো মেঘের দেখা মেলে। তারপর বৃষ্টি। ভারি বৃষ্টিতে তলিয়ে যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বেশ কিছু প্রধান সড়ক। এরমধ্যে নিউমার্কেট সড়ক, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব সড়ক, নিমতলা-কলোনী পাড়া সড়ক, ফায়াসার্ভিস সড়ক, কোর্ট এড়িয়াসহ বেশ কিছু সড়ক। 
ষড়ঋতু’র এই বাংলাদেশে এখন আর মাসগুলো প্রকৃতির সঙ্গে প্রচলিত খাপ খাইয়ে চলেনা। তাই বৈশাখের এই ভারি বৃষ্টিকে অনেকেই আষাঢ়ে বৃষ্টি হিসেবে উল্লেখ করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৫-২০