খাদ্য নিয়ে ৯ শ পরিবারের পাশে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ
করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের খাদ্য সহায়তা দিতে কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। করোনা দুর্যোগে সরকারি সহায়তার পাশাপাশি পুলিশও খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে।
কখনো সামাজিক দূরত্ব বজায় রেখে আবার কখনো রাতের বেলায় অসহায় মানুষদের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হচ্ছে। জেলা সদরে অবস্থান করা অন্য জেলার মানুষকেও খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিবের নির্দেশনায় পুলিশের নিজস্ব উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। সদর উপজেলার বিভিন্ন এলাকার চায়ের দোকান, নৈশপ্রহরি, রিক্সা চালকদের এই ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।
তিনি জানান, সদর থানা পুলিশের এই ত্রাণ কার্যক্রমে অন্য জেলার মানুষ। যাদের এনআইডি কার্ড ভিন্ন জেলার হওয়ার কারণে সরকারি সহায়তা পেতে সমস্যা হয়েছে তাদেরকে বেছে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। এখন পর্যন্ত সদর থানা এলাকার ৯শ টি অসহায় কর্মহীন দুস্থ’ পরিবারের মাঝে চাল ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৫-২০
কখনো সামাজিক দূরত্ব বজায় রেখে আবার কখনো রাতের বেলায় অসহায় মানুষদের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হচ্ছে। জেলা সদরে অবস্থান করা অন্য জেলার মানুষকেও খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিবের নির্দেশনায় পুলিশের নিজস্ব উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। সদর উপজেলার বিভিন্ন এলাকার চায়ের দোকান, নৈশপ্রহরি, রিক্সা চালকদের এই ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।
তিনি জানান, সদর থানা পুলিশের এই ত্রাণ কার্যক্রমে অন্য জেলার মানুষ। যাদের এনআইডি কার্ড ভিন্ন জেলার হওয়ার কারণে সরকারি সহায়তা পেতে সমস্যা হয়েছে তাদেরকে বেছে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। এখন পর্যন্ত সদর থানা এলাকার ৯শ টি অসহায় কর্মহীন দুস্থ’ পরিবারের মাঝে চাল ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৫-২০