তৃণমূলে করোনা প্রতিরোধে কাজ করা গ্রাম পুলিশসহ ইউপি চেয়ারম্যানদের সুরক্ষা সামগ্রী বিতরণ

করোনার প্রাদূর্ভাব থেকে মানুষকে রক্ষা করতে তৃণমূল পর্যায়ে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখা গ্রাম পুলিশসহ ইউনিয়ন পরিষদ কর্মকর্তাদের সুরক্ষায় এগিয়ে এসেছে প্রশাসন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা গ্রাম পুলিশ, ইউনিয়ন পরিষদ সচিব, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং ট্যাগ অফিসারদের পারসোনাল প্রটেক্টিভ ইকুয়িপমেন্ট (পিপিই) প্রদান করা হয়েছে।
রবিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এইসব পিপিই বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন। এ-সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৩৭ জন গ্রাম পুলিশ ও ইনিয়ন পরিষদ সংশ্লিষ্ট ২৮০ জনকে এই পিপিই প্রদনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন বলেন, ‘গ্রামে গ্রামে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে গ্রাম পুলিশ মূখ্য ভূমিকা পালন করে আসছে। এছাড়াও চেয়ারম্যান ও সচিবরাও বিশেষ ভূমিকা পালন করছেন। তাই তাদের ব্যক্তিগত সুরক্ষার জন্য পিপিই প্রদান করা হলো’।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৫-২০