নতুন করে চাঁপাইনবাবগঞ্জের ৯ জনের দেহে করোনা সনাক্ত > গোমস্তাপুর এখনও মুক্ত

প্রায় ১৫ দিন পর চাঁপাইনবাবগঞ্জে আবারও করোনা ধাক্কা দিল। গেল ২০ ও ২১ এপ্রিল দু’জন সনাক্তের পর বুধবার চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৯ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। আক্রান্ত ৯ চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ, নাচোল ও ভোলাহাট উপজেলার। গোমস্তাপুরে এখান পর্যন্ত কেউ সনাক্ত হননি। এনিয়ে চাঁপইনবাবগঞ্জে মোট ১১ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হলো। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো করোনার নমুনার মধ্যে ৮৪ জনের রিপোর্ট এসেছে। এরমধ্যে ৯ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। করোনা সনাক্ত ৯ জনের মধ্যে রয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৩ জন, নাচোল উপজেলায় ৩ জন, ভোলাহাট উপজেলায় ২ জন ও শিবগঞ্জ উপজেলায় ১ জন।
উল্লেখ্য, এর আগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চরমোহনপুরে ও সদর উপজেলা মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়ায় ২ জনের দেহে করোানা ভাইরাস সনাক্ত হয়। চাঁপাইনবাবগঞ্জে মোট সনাক্তের পরিমাণ দাঁড়াল ১১ জনে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৫-২০

,