পদ্মায় ডুবে মারা গেল শিবগঞ্জের তেররশিয়ার ছাত্র মিঠুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পদ্মা নদীতে ডুবে পাকা ইউনিয়নের দক্ষিণ পাকা গ্রামের মিঠুন নামের এক ছাত্র মারা গেছে। নদীতে নিখোঁজ হবার ৩ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
বৃহষ্পতিবার বেলা ১১ টার দিকে মাছধরা নৌকা থেকে পড়ে সে নিখোঁজ হয় এবং দুপুর ২টার দিকে তার লাশ পাওয়া যায়।
মৃত ছাত্র পাঁকা ইউনিয়নের দক্ষিন পাঁকার তেররশিয়া গ্রামের এখলেসের ছেলে মিঠুন (১৬)।পাঁকা নারায়নপুর পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে সে গতবছর এস এস সি পরীক্ষা দিয়েছিল।
মিঠুনের পিতা এখলেস জানান, বেলা ১১ টার দিকে মিঠুন সহ ৪ জন পদ্মা নদীতে মাছ ধরতে যায়। নৌকা থেকে তারা নদীতে জাল ফেলার সময় জালের সাথে ৪ জন পড়ে গেলে মিঠুনের ৩ সহযোগী সাঁতরে নৌকায় উঠতে পারলেও মিঠুনের কোন খোঁজ পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন পাঁকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো: রমজান আলী। তিনি জানান, স্থানীয়রা ৩ ঘন্টা চেষ্টার পর দুপুর ২ টার দিকে পদ্মা নদী থেকে মিঠুনের লাশ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৪-২০

,