করোনার মাঝে নাটোর থেকেই চাঁপাইনবাবগঞ্জে একদিনে এলেন ৯৩ জন

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে রাজশাহী ও নওগাঁ জেলাকে অফিসিয়ালী লকডাউন ঘোষণা করা হলেও রাজশাহী-নওগাঁর ‘পেটে’ থাকা চাঁপাইনবাবগঞ্জে থামছেনা মানুষ ঢোকা। গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে ঢুকেছেন ১৪৬ জন মানুষ। এরমধ্যে নতুন করে লকডাউনে যাওয়া নাটোর জেলা থেকে ঢুকেছেন ৯৩ জন। শরিয়তপুর থেকেও এসেছেন ২৬ জন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফেসবুক পেজ থেকে এই তথ্য পাওয়া গেছে।
ওই তথ্যানুযায়ী, চাঁপাইনবাবগঞ্জে সদরে এসেছেন, ৯ জন, শিবগঞ্জে ১১০ জন, গোমস্তাপুরে ১৬ জন, ভোলাহাটে ৭ জন ও অন্যান্য জেলার ৪ জন রয়েছেন।
নাটোর ও শরিয়তপুর থেকে আসা ব্যক্তিরা শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় বেশি এসেছেন।
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জে স্থাপিত পুলিশের চৌকিতে এদের আটক করার পর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়।
পুলিশের পক্ষ থেকে অন্য জেলা থেকে আসা মানুষদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৪-২০