হরিজন পল্লীতে গেল প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা
করোনা পরিস্থিতির কারণে বিপাকে পড়া মানুষদের মানবিক সহায়তার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিজন পল্লীতে চাল বিতরণ করা হয়েছে।
শহরের কলোনী মোড় সংলগ্ন হরিজন পল্লীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা ১০ কেজি করে চাল প্রদান করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন সমাজের মূলস্রোত থেকে পিছিয়ে থাকা সংখ্যালঘু সম্প্রদায়ের ১০০ জন মানুষের মাঝে চালগুলো বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম, সদর উপজেলার চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার।
চাল বিতরণকালে হরিজন পল্লীতে বসবাসকারীদের করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্য বিধি অনুসরণ করার আহবান জানিয়ে বলা হয়, ‘ করোনাসহ যে কোন দুর্যোগ মোকাবেলায় সরকার মানুষের সঙ্গে রয়েছে’।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৪-২০
শহরের কলোনী মোড় সংলগ্ন হরিজন পল্লীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা ১০ কেজি করে চাল প্রদান করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন সমাজের মূলস্রোত থেকে পিছিয়ে থাকা সংখ্যালঘু সম্প্রদায়ের ১০০ জন মানুষের মাঝে চালগুলো বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম, সদর উপজেলার চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার।
চাল বিতরণকালে হরিজন পল্লীতে বসবাসকারীদের করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্য বিধি অনুসরণ করার আহবান জানিয়ে বলা হয়, ‘ করোনাসহ যে কোন দুর্যোগ মোকাবেলায় সরকার মানুষের সঙ্গে রয়েছে’।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৪-২০