শিবগঞ্জে ২টি বিদেশী পিস্তলসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকা থেকে মঙ্গলবার ২টি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সালামপুর এলাকার গাজলুর রহমান ছেলে আব্দুর রহিম (৩৩)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার আজমল হোসেনের নেতৃত্বে সোনামসজিদ সীমান্ত সংলগ্ন কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে অভিযান চালানো হয়। এ সময় ট্রাক টারমিনালে কয়েক জনের  উপস্থিতি ও গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব তাদেরকে চ্যালেঞ্জ করে এবং ঘটনাস্থলেই আব্দুর রহিমকে আটক করে। পরে তার কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি ও নগদ ১ হাজার টাকাসহ রহিমকে  আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৪-২০

,