শিবগঞ্জের উজিরপুর ও দাইপুকুরিয়ায় জিকে ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাস সতর্কতায় শিবগঞ্জ উপজেলা কর্মহীন হয়ে পড়া দিনমুজুর ও অসহায়-দরিদ্রদের পাশে দাঁড়িয়েছে শিবগঞ্জে গুলনাহার-কশিমুদ্দিন (জিকে) ফাউন্ডেশন। শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান  সৈয়দ নজরুল ইসলামের সার্বিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে উপজেলার উজিরপুর ইউনিয়নে খাদ্য সামগ্রীগুলো বিতরণ করা হয়। উজিরপুর ইউনিয়নের উজিরপুর-বাবুপুর উচ্চ বিদ্যালয় চত্বর ও উত্তর উজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে কর্মহীন, অসহায়, দরিদ্র, অটোচালক, ভিক্ষুক, রিকশা চালকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। ইউনিয়নের ৩২০ পরিবারের প্রত্যেক পরিবারকে একটি প্যাকেটে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, লবন ১ কেজি, ৫’শ গ্রাম তেল, ১টি সাবান ও ১টি মাস্ক তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খাঁন, উজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুরুল হোদা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম টিসু, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিফ আহসানসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীরা। এসময় করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সচেতনতামুলক পরামর্শ দেয়া হয়।
এদিকে, বিকেলে দাইপুকুরিয়া ইউনিয়নেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার ও বুধবার ২ দিনে বিনোদপুর ইউনিয়নের ৮৬৫টি অসহায়, দরিদ্র, কর্মহীন, অটোচালক, রিকশা চালকদের মাঝে উপহার সামগ্র্রী বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ৩০-০৪-২০

,