নারায়ণগঞ্জ থেকে ফেরা ৬ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

গত ২৪ ঘন্টায় নারায়াণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে চাঁপাইনবাবগঞ্জে ফিরে আসা ১৩৬ জনের মধ্যে ৬ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকী ১৩০ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, চাঁপাইনবাবগঞ্জের প্রবেশ মুখ দ্বারিয়াপুর চেক পোস্ট থেকে এদের পিটিআই স্বাস্থ্য ক্যাম্পে নিয়ে পরীক্ষার পর এই সিদ্ধান্ত নেয়া হয়। ১৩৬ জনের মধ্যে রয়েছেন, সদর উপজেলার ৩২ জন, শিবগঞ্জ উপজেলার৭৭ জন, গোমস্তাপুর উপজেলার ১৭ ও ভোলাহাট উপজেলার ১০ জন।
সিভিল সার্জন আরো জানান, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ২১ জনের মধ্যে সদরের ৬ জন, শিবগঞ্জের ৯ জন ও গোমস্তাপুরের ৬ জন রয়েছেন।
এনিয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ২১ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় ১০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৪-২০

,