চাঁপাইনবাবগঞ্জে মাইক্রোবাসযোগে পিকনিক করতে যাওয়া ৮ জনকে জরিমানা

করোনা পরিস্থিতি মোকাবেলায় ঘরে থাকা নিশ্চিত করতে সরকারি নির্দেশনা অমান্য করে চাঁপাইনবাবগঞ্জে মাইক্রোবাস নিয়ে পিকনিক করতে যাওয়া ৮ জনকে জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তির মোড় এলাকায় কর্তব্যরত সেনা সদস্যরা একটি মাইক্রোবাসের গতিরোধ করে। এসময় মাইক্রোবাসে থাকা ৮ জন অসংলগ্ন কথা বলে। একপর্যায়ে তারা পিকনিকে যাওয়ার কথা জানালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৩৩ হাজার ৫ শ টাকা জরিমানা করেন। একই সঙ্গে মাইক্রোবাসটি জব্দ করা হয়। তিনি জানান, মাইক্রোবাসে থাকা ৮ জনের মধ্যে একজন কাপড় ব্যাবসায়ী, একজন মাছের আড়ৎদার, একজন ইটভাটা মালিকসহ ৩ জন ছাত্র ছিলেন।
এদিকে, খাদ্য সামগ্রী পরিবহনের ব্যানার লাগিয়ে যাত্রী যাত্রী বহনের সময় ৪ জনকে পুলিশ আটক করে। তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৪-২০

,