১০২ সাজাপ্রাপ্ত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে মুক্তি দিতে সুপারিশ > করোনা পরিস্থিতি

করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশের অপেক্ষাকৃত কম সাজাপ্রাপ্ত ও খুব বেশি সাজা নেই এমন আসামীদের সাজা মওকুফ করে মুক্তি দেয়ার সরকারি উদ্যোগের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে ১০২ আসামী মুক্তি পেতে যাচ্ছেন।

সরকারি নির্দেশনা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ ১০২ জন আসামীর তালিকা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার ইসমাইল হোসেন জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ১০২ জনের যে তালিকা পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে কম সাজাপ্রাপ্ত আসামী এবং যাদের সাজা খাটার মেয়াদ শেষের দিকে।
তিনি জানান, মাসখানেক আগেই এই তালিকা মন্ত্রণালয়ে পাঠালেও এখন পর্যন্ত কোন নির্দেশনা আসেনি । স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরবর্তী নির্দেশনা পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য, বিশ্ব মহামারি হিসেবে দেখা দেয়া করোনা ভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশের কারাগার থেকে আসামী মুক্তি দেয়ার ঘটনা ঘটেছে বলে গণমাধ্যম জানিয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৪-২০

,