করোনা সতর্কে নতুন করে জেলায় ৫জনকে হোম কোয়ারেন্টাইনে

করোনা ভাইরাস প্রতিরোধের সতর্কতা হিসেবে চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় ৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গেল দু' দিন কাউকে হোম কোয়ারেন্টাইনে রাখার ঘটনা ছিল না। বিরতীর পর নতুন করে  এদের হোম কোয়ারেন্টাইনে রাখা হলো। এনিয়ে চাঁপাইনবাবগঞ্জে হোম কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ৩৭১ জন।
সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, নতুন ৫ জন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে ঢুকেছেন।          
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা জাহিদ নজরুল চৌধুরী জানান,  নতুন করে বিদেশ ফেরত ৫ জনকে হোন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।  চাঁপাইনবাবগঞ্জে হোম কোয়ারেন্টাইনে রাখা মোট ৩৭১ জনের মধ্যে ৪০ জন ভারতীয় নাগরিক রয়েছেন। হোম কোয়ারেন্টাইনে রাখা বাংলাদেশিদের সবাই বিদেশ থেকে দেশে ফিরে আসা। 
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ১০ বেডের ও তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে ২ বেডের আইসুলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক /২০-০৩-২০