রেড ক্রিসেন্ট হাসপাতালে স্প্রে করলো জীবাণু নাশক

করোনা পরিস্থিতি মোকাবেলায় শনিবার চাঁপাইনবাবগঞ্জে জীবাণু নাশক ঔষধ স্প্রে করা হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যেগে সদর হাসপাতালকে জীবাণু মুক্ত রাখতে জীবাণু নাশক স্প্রে করা হয়।   এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ ওরাঁও, জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, সদর হাসপাতালের আর এম ও নাদিম সরকার, রেড ক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সেক্রেটারী সৈয়দ হাসান মো. সান্টু, জেলা ইউনিট অফিসার মফিজুর রহমান, যুব প্রধান আব্দুর রাকিব। এসময় হাসপাতালের নার্সসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রায় ঘন্টাব্যাপি হাসপাতালের বিভিন্ন পয়েন্টে স্প্রে করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয় রেড ক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ২৫ জন স্বেচ্ছাসেবক সদস্য অংশ নেয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৩-২০