করোনা ভাইরাস সতর্কতা > ১৬ ভারতীয়সহ ৯১ জন হোম কোয়ারেন্টাইনে > বন্ধ হলো সোনামসজিদ দিয়ে ভারত যাতায়াত

করোনা ভাইরাস প্রতিরোধের সতর্কতা হিসেবে চাঁপাইনবাবগঞ্জের ১৬ ভারতীয় নাগরিকসহ ৯১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গেল তিন দিনে এদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এদিকে, করোনা প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর দিয়ে শনিবার থেকে বাংলাদেশিদের ভারত যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, হোম কোয়ারেন্টাইনে রাখা ৯১ জনের মধ্যে ১৬ জন ভারতীয় নাগরিক রয়েছেন। বাকী ৭৫ জন বাংলাদেশির বেশির ভাগই সম্প্রতি ভারত থেকে দেশে ফিরেছেন। কয়েকজন ইতালি থেকে ফেরাও রয়েছেন। করোনা ভাইরাস প্রতিরোধের সতর্কতা হিসেবে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগ তাদের পর্যবেক্ষণ করছে।
এদিকে, সোনামসজিদ স্থল বন্দর দিয়ে বাংলাদেশিদের ভারত যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে উল্লেখ কওে সোনামসজিদ ইমিগ্রেশন পুলিশের উপ পরিদর্শক জাফর ইকবাল জানান, নতুন করে কেউ যেতে পারবেননা। তবে, আগে ভারতে যাওয়া বাংলাদেশি ও বাংলাদেশে আসা ভারতীয়দের জন্য ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৩-২০

,