করোনা ভাইরাস সতর্কতা > চাঁপাইনবাবগঞ্জে আরো একজন হোম কোয়ারেন্টাইনে
করোনা ভাইরাস প্রতিরোধের সতর্কতা হিসেবে চাঁপাইনবাবগঞ্জে আরো একজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি সম্প্রতি ইতালি থেকে দেশে ফিরে এসেছেন। এনিয়ে চাঁপাইনবাবগঞ্জে হোম কোয়ারেন্টইনে রাখার সংখ্যা দাঁড়ালো তিনজনে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, সম্প্রতি ইতালি থেকে দেশে ফিরে ওই ব্যক্তির শরীরে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকায় তাকে হোম কোয়ারপন্টাইনে রাখার সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য বিভাগ তাকে পর্যবেক্ষণে রেখেছেন।
উল্লেখ্য, এর আগে গতকাল একজন ইতালি ও একজন ভারত থেকে দেশে ফিরে আাসা দু' জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৩-০৩-২০