মুজিবশতবর্ষে পাপিয়া’র দু’টি ছড়া

(এক)
বঙ্গবন্ধু

সোনার খোকা শেখ মুজিব
জন্ম টুঙ্গিপাড়া,
অনেক দিনের স্বপ্ন তোমার
সোনার বাংলা গড়া।
স্বাধীন বাংলা গড়ার জন্য
এগিয়ে যাওয়া তোমার,
বঙ্গপাগল মানুষ তুমি
বঙ্গবন্ধু সবার।
তুমি সেনা, তুমি নেতা,
বাংলার পিতা তুমি,
তুমি মোদের দিয়ে গেছো
সোনার বঙ্গভুমি।

(দুই)
শেখমুজিব

খোকন সোনা শেখ মুজিব
জন্ম  টুঙ্গিপাড়ায়।
স্বাধীন বাংলা গড়ার জন্য
অনেক কষ্টসয়।
তুমি রাঙা ফুলের সাজ
তুমি স্বাধীনতার তাজ।

লেখক ঃ মেহের নিগার পাপিয়া
চট্টগ্রাম নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ও চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান গোলাম মোস্তফা’র মেয়ে