বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রচনা-চিত্রাংকন প্রতিযোগিতা
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন রচনায় নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান ড. প্রফেসর মাযহারুল ইসলাম তরু, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রবিন মিয়া ও অব. অধ্যপক আজিজুর রহমান। কুইজ এ নবাবগঞ্জ সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ফরহাদ হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম এবং চিত্রাংকননে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল হক, হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাইরুল ইসলাম ও গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মোহাইমেন। রচনা প্রতিযোগিতায় ৬৫জন, চিত্রাংকন প্রতিযোগিতায় ৯৫ জন এবং কুইজ প্রতিযোগিতায় ২৫৫ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতাকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও জেলা শিশু বিষয়ক অফিসের বিভিন্নস্তরের কর্মকর্তা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৩-২০