বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রচনা-চিত্রাংকন প্রতিযোগিতা

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে রচনা-চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন রচনায় নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান ড. প্রফেসর মাযহারুল ইসলাম তরু, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট  রবিন মিয়া ও অব. অধ্যপক আজিজুর রহমান। কুইজ এ নবাবগঞ্জ সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ফরহাদ হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম এবং চিত্রাংকননে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল হক, হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক  খাইরুল ইসলাম ও গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মোহাইমেন। রচনা প্রতিযোগিতায় ৬৫জন, চিত্রাংকন প্রতিযোগিতায় ৯৫ জন এবং কুইজ প্রতিযোগিতায় ২৫৫ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতাকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও জেলা শিশু বিষয়ক অফিসের বিভিন্নস্তরের কর্মকর্তা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৩-২০