ভোলাহাটে বাড়ছে করোনা প্রতিরোধ সচেতনতা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বাড়ছে করোনা  প্রতিরোধ সচেতনতা। মহামারি করোনা ভাইরাস সারা বিশে^ ভয়াল আকার ধারন করেছে। যার প্রতিক্রয়া ভোলাহাট উপজেলাতেও পড়েছে। সরকার করোনা  প্রতিরোধ সচেতনতা মূলক বিভিন্ন ধরণের কর্মসূচি নিয়েছে।
ভোলাহাট উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম ও পুলিশের পক্ষ থেকে ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ নাসির উদ্দিন মন্ডলসহ উপজেলার বিভিন্নস্তরের ব্যক্তিবর্গের সমন্বয়ে করোনা ভাইরাস প্রতিরোধে ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, হাটবাজার ও মোড়ে মোড়ে গণজমায়েত সীমিত হয়েছে। অধিকাংশ মানুষঘর মুখি হয়েছে। কমেছে গণপরিবহন।
ভোলাহাট-রহনপুর যাতায়াতের মকরমপুর সৈয়দ সুলতান ব্রিজের টোল ইজারাদার জানান, আগের চেয়ে ৮০ শতাংশমানুষের য়াতায়াত কমে গেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক ভাবে আছে। তবে কয়েকটা দ্রব্যমূল্য কিছুটা বৃদ্ধি রয়েছে। এদিকে সরকারের পক্ষ থেকে উপজেলার ২ হাজার নিম্ন আয়ের মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণ অব্যহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানান।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ জানান, ভোলাহাট উপজেলায় মোট ৭৫জন হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছিল। ৪৪ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। বর্তমানে আছেন ৩১জন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক ভোলাহাট/ ২৯-০৩-২০

,